ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে ও সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, হামদার্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়,উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.),উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
এর আগে উপজেলা চ্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও উপস্থিত অন্যান্যরা ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক বাসুদেব ঘোষ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন,সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহজাহান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিবসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ অন্যান্যরা।