কুমিল্লার দাউদকান্দিতে ফারিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব আবরার জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় ফারিয়া আক্তার নামে এক গৃহবধুকে হাসপাতালে আনা হয়। সাথে থাকা মজিব খান নামের এক ব্যক্তি ওই গৃহবধূর স্বামী বলে পরিচয় দেন। আর হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধূ মারা যায়। একথা বলার পর মজিদ খান গাড়ি নিয়ে আসার কথা বলে পালিয়ে যান। হাসপাতালের রেজিস্ট্রারে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঠিকানা উল্লেখ করা হয়। পরে আমরা পুলিশকে খবর দেই।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। আর হাসপাতালের রেজিস্ট্রারে স্বামীর নামে লেখা ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। হাসপাতালের সিসি ক্যামেরর ফুটেজ থেকে স্বজনদের শনাক্তকরণে কাজ চলছে।