কুমিল্লার দাউদকান্দিতে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে৷
শনিবার(৪ মে)সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও রেজিস্ট্রেশনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর৷
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারের সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী,বাংলাদেশের আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,উত্তর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী,নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার,উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷