কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের খালিসা গ্রামে ৯ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে স্থানীয় জনসাধারণ।
রবিবার(৭ জুলাই) বিকাল ৫ টায় বালুয়াকান্দি গ্রাম থেকে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে খালিশা বাজারে আসে। এবং দাউদকান্দি ছেঙ্গারচর আঞ্চলিক সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে । মানববন্ধনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা নাসির উদ্দিনের সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবি করেন এবং তাহার পরিচালিত মাদ্রাসাটি স্থায়ী ভাবে বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে দাউদকান্দি ছেঙ্গারচর আঞ্চলিক সড়কে চলাচলকারীরা।
গত ৪ জুলাই বৃহস্পতিবার খালিশা মোহাম্মদিয়া মিজবাউল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন তাহার মাদ্রাসার ৯ বছরের বয়সী তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন।
এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা পর থেকে অভিযুক্ত মাওলানা নাসির উদ্দিন পলাতক রয়েছেন।