কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ জুলাই) বিকালে বালিকা বিভাগে দাউদকান্দি বাজারখোলা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১গোলে ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক বিভাগে গৌরপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চাঁদগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে দাউদকান্দি আর্দশ(পাইলট) উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী অফিসার মুহাম্মদ আরফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত থেকে ট্রফি বিতরন করেন,স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি৷
এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ন-সম্পাদক বাসুদেব ঘোষ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার,উপজেলা চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী,মেয়র নাইম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী,সাধারন সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন সিকদার,সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।