কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ জুলাই)বিকালে বালিকা বিভাগে দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক বিভাগে দশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে চক্রতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে দাউদকান্দি গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি৷ এসময় আরো উপস্থিত ছিলেন,এএসপি এনায়েত কবির শোয়েব (দাউদকান্দি-চান্দিনা সার্কেল), কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব,সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আহসান,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নোমান মিয়া প্রমুখ।