ডাকাতির মালামাল উদ্ধার দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ(৩০ সেপ্টেম্বর) শনিবার দুপুরে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক৷
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চরচারুয়া গ্রামের শক্কুর আলীর ছেলে মাসুদ রানা ওরফে বাবু(২৩) ও রক্কু মিয়ার ছেলে মো. রিপন(২২)।
শুক্রবার(২৯ সেপ্টেম্বর) দুপুর অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেফতার করেন মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুইজন ডাকাতসহ দেশীয় অস্ত্র দা, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সেই সঙ্গে ডাকাতদের থেকে দুটি ব্যাটারি ও দুটি এলপিজি বোতল গ্যাস উদ্ধার করা হয়।