দাউদকান্দিতে তাল গাছের ডগা কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামে এ ঘটনাটি ঘটে৷
নিহত শ্রমিক আবুল খায়ের (৪০) উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামের মৃত রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার শায়েস্তানগর গ্রামের ফারুক ভূঁইয়ার তিনচিটা বাড়ির তালগাছের ডগা কাটার জন্য শ্রমিক হিসাবে যায় আবুল খায়ের। সকাল সাড়ে ৮টায় রাস্তার পাশে বিদ্যুৎতের খুটির পাশে তালগাছে ওঠে ডগা কাটার সময় বিদ্যুতের তার তালগাছের পিছনে লাগানো ছিল। ডগা কাটার সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তালগাছের উপরেই মারা যায় এবং তারের সাথে আটকে থাকে। পরে দাউদকান্দি থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থল গিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহত শ্রমিক আবুল খায়েরের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।