কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের খোশকান্দি এলাকায় গোমতী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি -তিতাস) আসনের এমপি ইঞ্জিঃ আবদুস সবুর ।
শুক্রবার(১২জুলাই) দুপুরে অনবরত বৃষ্টি উপেক্ষা করে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি, গৌরীপুর ইউনিয়নের চরমাহমুদ্দি তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারন্দিয়া গ্রামের গোমতী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার আবদুস সবুর সাংবাদিকদের জানান, গোমতী নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষ গুলো কষ্টে মাঝে দিন যাপন করছে। ভাঙ্গনের কবলে খোশকান্দি গ্রামের অনেকেই জমি ঘর বাড়ী হারিয়েছেন। তাদের কথা শুনে বৈরী আবহাওয়ার মধ্যেও ঘরে থাকতে পারিনি।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দুঃখী মানুষের কল্যানে কাজ করছে আওয়ামীলীগ সরকার। ইতিমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় অস্থায়ী এবং পরবর্তীতে স্থায়ীভাবে প্রকল্পের মাধ্যমে ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও গোমতী নদীর যে সকল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সকল জায়গায় ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
ভাঙ্গন পরিদর্শনকালে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।