কুমিল্লার দাউদকান্দিতে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ কর্তৃক আয়োজিত কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট স্কলারশিপ-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ নভেম্বর)সকালে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিমের সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাঈমা ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন,ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজের সিনিয়র প্রভাষক মো.আরিফুর রহমান, সিনিয়র প্রভাষক মোসাম্মদ শাহীনুর জাহান।