কুমিল্লার দাউদকান্দি মডেল থানার আয়োজনে পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
“পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ি”
এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার( ৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মডেল থানার উদ্যোগে পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেন — উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান,মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক( তদন্ত) শহীদউল্লাহ প্রধান, মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) রওশন জামান, উপপরিদর্শক(এসআই) হারুন-উর-রশীদ,উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন, উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন,উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন, উপপরিদর্শক (এসআই) হীরন,উপপরিদর্শক(এসআই) গোবিন্দ দাস।
র্যালীতে অন্যানদের মধ্যে অংশ নেন-কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক।