কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপেরচর আশ্রয়ণ প্রকল্পের নতুন উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘরের চাবি হাস্তান্তর করা হয়৷
সোমবার(৯ অক্টোবর)দুপুরে উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে নতুন উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয় এবং পুরাতন বসতিদের জীবনযাত্রার কুশল বিনিময় করা হয়। এসময় জমিসহ ঘর পাওয়া উপকার ভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয় এবং তাদের বিভিন্ন খোজ খবর নেন৷ উপকার ভোগীদের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান,সহকারী কমিশনার(ভূমি)মো.জিয়াউর রহমানসহ উপজেলা পরিষদ ও ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ৷