তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ বিশ্ব দরবারে সমাদৃত এ কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন করেছি। তথ্য প্রযুক্তির সফলতা এনে দিয়েছেন আওয়ামী লীগ সরকার। এদেশের অবেহিলত মানুষকে আজ বিশ্ব দরবারে সমাদৃত করার মূল কারিগর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোস্তফা জব্বার আরও বলেন, এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে আমাদের সরকার সর্বদা কাজ করে যাচ্ছে।
আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে নিচ্ছি। ডিজিটাল বাংলাদেশের কারণে আজ তরুণ-তরুণীরা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করছে,এতে বেকারত্ব সমস্যা অনেকাংশেই কমে গেছে।
আমাদের সফলতা দেখে আজ বিশ্ব প্রসংশা করছে।
এই সফলার ধারা অব্যাহত রাখতে এই তরুণ প্রজন্মকে আধুনিক চতুর্থ বিশ্বের সঙ্গে টেক্কা দিতে স্মার্ট শিক্ষার বিকল্প নেই।
শনিবার( ২১ অক্টোবর) দুপুরে দাউদকান্দি পৌরসভার বিশ্বরোডের আবিদ প্লাজায় ” আনন্দ মাল্টিমিডিয়া ” স্কুলের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, আনন্দ কম্পিউটারের প্রধান নির্বাহী জেসমিন জুঁই,
মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।