কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
বুধবার(২৩ অক্টোবর)সকাল ১১টায় উপজেলার পৌরসদরের শহীদ রিফাত পার্কে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম৷
এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ উল হাসান,পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ মনিরুজ্জামান,সহকারি প্রকৌশলী কামরুজ্জামান,হিসাবরক্ষক শাহাদাত হোসেন,কার্য-সহকারী আহাদ,সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ অনুষ্ঠান শেষে উপস্থিতি সকলের মাঝে লিফলেট বিতরন করেন ও ফগার মেশিন দিয়ে মশা নির্মূল করার জন্য ঔষধ ছিটানো হয়৷