জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ, শিক্ষক ,কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাদিজা আক্তার। শ্রেষ্ঠ কর্মচারি উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক মো. রিপন মিয়া,বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সোহেল আক্তার ,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পুরুষ) কামাল উদ্দিন ও (নারী)কলা কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমি আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন (পুরুষ) মিরাশ নিলখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল ও (নারী)শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ মোতাহারুন নেছা, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন অযোধ্যানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ফারহানা হক ইভা।
এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপজেলা যাচাই-বাছাই কমিটি তাদেরকে শ্রেষ্ঠ নির্বাচন করেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. নরুল ইসলাম জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে।