“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মৎস্য কর্মকর্তা জয় বণিক, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
আবহাওয়া অনুকূলে না থাকায় এবং গোমতী ও সালদানদী ভাঙা পড়ে ভয়াবহ বন্যা হয়ে ব্রাহ্মণপাড়ায়। ক্ষতি সম্মুখে পড়ে এলাকার কৃষকরা। এছাড়া...
Read more