আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছেলের জানাযায় মা-বাবার পাশে শায়িত হলেন মেয়র রিফাত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
হাজার হাজার শোকার্ত মানুষ ও মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হক রিফাতের একমাত্র ছেলে এহতেশামুল হক রায়হান।

জানাজায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সহ সরকারের যুগ্ম সচিব, উচ্চ পদস্ত কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী নেতৃবৃন্দ প্রমুখ।
জানাজা শেষে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় আরফানুল হক রিফাতকে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

এর আগে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘদিনের রাজনৈতিক কার্যালয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র রিফাতের মরদেহ রাখা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরফানুল হক রিফাত।

মেয়রের পরিবারিক সূত্রমতে, দীর্ঘদিন ধরে ফুসফুস জটিলতায় আক্রান্ত ছিলেন মেয়র রিফাত। গত ৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রোববার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তিনি মারা যান।

২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আরফানুল হক। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসন্তান রেখে গেছেন।
রিফাত কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মেয়র রিফাত একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে সুপরিচিত।

১৯৮০ সালে তিনি কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলে তিনি বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৬ সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হন রিফাত। পরে কুমিল্লা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এদিকে মেয়রের জানাযাস্থলে সনাতন ধর্মের প্রচুর মানুষের উপস্থিতি দেখা গেছে। জানাযার সময় তারা সড়কে অবস্থান নিয়ে নিরবতা পালন করেন।

আরো পড়ুন

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more
কুমিল্লায় দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত।

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্যবসায়ী সম্মেলন। ১৫ ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার কোটবাড়ি রোডের ধনপুরে অবস্থিত ...

Read more
সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে পিএসসির সচিব ড. সানোয়ার জাহান।

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে Theories of Advanced Pedagogy and Practical Aspects...

Read more
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিট এন্ড গ্রিট সম্পন্ন।

প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন কুমিল্লার কোটবাড়ি এলাকায় সবুজে ঘেরা বিশাল নান্দ্যনিক ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের...

Read more
সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের নবীনবরণ ও বিদায়।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ) এর স্প্রিং এবং ফল-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top