কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবগত রাত আনুমানিক ১২টায় উপজেলা সদরের চৌদ্দগ্রাম বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের পপুলার ফার্মেসী, ভূঁইয়া ফার্মেসী, ফালগুনী ফার্মেসী এবং রাফা পর্দা দোকানের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্থ ৪টি দোকানের আনুমানিক ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পপুলার ফার্মেসির জাবেদ মিয়াজী জানান, রাত ১টায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মুহুর্ত্বেই সবকিছু পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু পড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়ে বলেও জানান তিনি।
উপজেলা ফায়ার ষ্টেশনের মাষ্টার মাজেদুল ইসলাম জানান, রাত ১২.৫৭ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছি। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।