‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে সারাদেশের ন্যায় রেখে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে সভায় চৌদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।