এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: তোফাজ্জল হোসেন, পৌর কাউন্সিলর কাজী বাবুল, সাংবাদিক কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, মুহা. ফখরুদ্দীন ইমন, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ সহ মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘‘চলার পথে, হাইওয়ে পুলিশ আছে আপনার সাথে” এ মূলমন্ত্রকে সামনে রেখে সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে ‘জাতীয় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন সহ হাইওয়ে পুলিশের সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের মাঝে লিপলেট বিতরণ, সচেতন চালক ও পথচারীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি চালকদেরকে ট্রাফিক আইন, সঠিক গতিসীমা মেনে গাড়ী চালানোর জন্য উদ্বুদ্ধ করা সহ ঘুম ঘুম চোখে ও একাধারে পাঁচ ঘন্টার অধিক সময় গাড়ী না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।