কুমিল্লার চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, আবু তাহের, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, এ কে খোকন, মাইন উদ্দিন ভূঁইয়া, মোস্তফা কামাল, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, শাহজালাল মজুমদার, হাজী জানে আলম ভূঁইয়া ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপনসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।