কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫২) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মরহুম আমির হোসেনের ছেলে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সাইদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রæতগতির গাড়ি বৃদ্ধ আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে’।