কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: মিলন (৪৩) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহত মিলন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গরিয়াডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৭ মে) সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফলবোঝাই একটি পিকআপ (চট্টমেট্রো-ন-১৪-০৮৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় চলন্ত অবস্থায় সামনে থাকা অজ্ঞাত অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক মিলন ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত পিকআপ চালক মিলনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’