শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, গুনবতী ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়নে মোট ২২টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানা গেছে।