কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শিত তালিকার সাথে ক্রয়মূল্যের সামঞ্জস্য না থাকা, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন লাইসেন্স নবায়ন না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন-২০১৩ এর ৪০ ধারায় চৌদ্দগ্রাম বাজারের লাভের বাজার সুপার সপকে ১২ হাজার টাকা এবং চৌদ্দগ্রাম বানিজ্যালয় নামে অপর একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কমল কান্ত সরকার, পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: ইমাম হোসেন সজীব সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।