কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর সহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়া সহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর মাদরাসা সংলগ্ন সৈয়দ আহাম্মদ বেপারীর বাড়ীতে। শুক্রবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ক্ষতিগ্রস্ত সৈয়দ আহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগি সৈয়দ আহাম্মদ স্ব-পরিবারে বৃহস্পতিবার সকালে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। বিকেলে পাশর্^বর্তী ঘরের জয়নাল আবেদীন বেপারীর স্ত্রী জাহানারা বেগম হঠাৎ সৈয়দ আহাম্মদের বসতঘরে বিকট আওয়াজ শুনতে পান। পরে জানালার কাছে গিয়ে দেখেন-ঘরে আগুন জ¦লছে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘর সহ ঘরে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি, মূল্যবান আসবাবপত্র ও একটি রান্না ঘর সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পার্শ্ববর্তী বসতবাড়ী ও স্থাপনাগুলোকে রক্ষা করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শী জাহানারা বেগমের বরাত দিয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভুক্তভোগি সৈয়দ আহাম্মদ জানান, পরিবারের লোকজনের অনুপস্থিতিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। এ মুহুর্তে খোলা আকাশ-ই আমার ঠিকানা। এ সময় তিনি স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে পার্শ্ববর্তী স্থাপনাগুলো রক্ষা পায়।’