‘নারীর সমঅধিকার-সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে ‘চৌদ্দগ্রাম উপজেলা নারী উন্নয়ন ফোরাম’ এর উদ্যোগে ও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এর সভাপতিত্বে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট নারী নেত্রী রাশেদা আখতার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, পৌরসভার প্যানেল মেয়র আমেনা বেগম, মুন্সীরহাট ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম, শ্রীপুর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম আক্তার, চিওড়া ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য উম্মে মাখতুম মাহরোজা সোলতানা, সুফিয়া আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।