এ সময় বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো: জহির উদ্দিন রাসেল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জামাল উদ্দিন আকবর, ডা. আমিনা সুলতানা লামিনা, কুলাশার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত নেতা একরামুল হক কুসুম।
মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ, নিউরো মেডিসিন ও স্নায়ু রোগ বিভাগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ বিভাগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রাহা, ডা. ইলিয়াস, ডা. আমিনা সুলতানা, ডা. মোর্শেদা আক্তার কনিকা, ডা. আনিকা, ডা. সুমাইয়া, ডা. ফারজানা আক্তার, ডা. সাদিয়া আক্তার, ফিজিও মো: শাহিন মুন্সি, ফার্মাসিস্ট মোজাম্মেল হক রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাহমুদা খাতুন, মো: ফয়সাল, মো. তাসনিম ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী রনি, আফসার, রিপন, হৃদয়, রাহাত, মো. তাসিন, স্বেচ্ছাসেবক গোলাম মাওলা রুবেল, সাগর ও আনোয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।