আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রামে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য, পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কাউছার, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক আল-রায়হান পাটোয়ারী, মহসিন বিন সুলতান।
স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ মো: হাবিবুর রহমান এর সঞ্চালায় অনুষ্ঠানে এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, কর্মকর্তা সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।