পথসভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খাঁন, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল মান্নান ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব এর সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, সহ-প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, মোশারফ হোসেন, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মীর আহমেদ, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, উপজেলা আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ, এডভোকেট কবির হোসেন, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মীর আজীজ, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ শান্ত, সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম, উপজেলা মহিলা লীগ নেত্রী হাজেরা আক্তার, মাহফুজা বেগম সহ কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।