সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সদস্য পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবু তাহের, মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জাফর ইকবাল, এ কে খোকন, মোস্তফা কামাল, মাইন উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, থানা ও হাইওয়ে পুলিশ এর প্রতিনিধি, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ভিডিপির প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সভায় খাল দখল ও দুষণ, খোলা বাজারে অকটেন, প্রেট্রোল ও ডিজেল বিক্রি, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।