চান্দিনা পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, নালানর্দমা পরিষ্কার ও পয়নিষ্কাশন বিষয়ক মতবিনিময় সভায় হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তৃতা করেন- পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সদস্য সচিব শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তাছবীর হোসেন, পৌর কমিটির সহায়ক সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, প্রকৌশলীর প্রতিনিধি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দিনা পৌর শাখার আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, সেক্রেটারি মাও. আবুল হাসেম, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ, পৌর কৃষকদল সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।