আজ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে চান্দিনা থানার আয়োজনে থানা চত্বর প্রাঙ্গণে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
তিনি বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শারদীয়া দুর্গাপূজা। এই সম্প্রীতি বজায় রাখতে উপজেলার সকল পূজা মন্ডপে থানা পুলিশ, আনসার, ভিডিপি সহ সকল বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে পূজা ম-পে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। উৎসবমুখর পরিবেশে চান্দিনা উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকদের বলেন-আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করবেন আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণই আপনাদের সাথে আছেন। তিনি বাঙালির উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম( বার) তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশ সব সময় সর্তক রয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা ম-প এলাকায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহবান জানান তিনি। এসপি উপস্থিত সকলের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা কেউ চিলের পিছনে ছুটে কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। যে কোন অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি দেখলে দ্রুত পুলিশকে অবহিত করবেন। পুলিশ তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবেন’।
সভায় চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. সাহাবুদ্দীন খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল (দাউদকান্দি ও চান্দিনা) এনায়েত কবীর সোয়েব, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া।
চান্দিনা থানার উপ-পরিদর্শক এস আই মো. জালাল উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক আইচ, জেলা পূজা উদযাপন পরিষদের  সহ-সভাপতি লক্ষণ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, জোয়াগ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল আউয়াল খাঁন, কেরণখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো. মতিউর রহমান, থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানার উপ- পরিদর্শক এস আই মো. গিয়াস উদ্দিন,   সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. আয়েশা আক্তার, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ সেলিম প্রধান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মো. ছাদেক হোসেন, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভূঁইয়া, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, সাংবাদিক বৃন্দ।

আরো পড়ুন

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন পিএসএ প্লান্টের উদ্বোধন।

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন প্রেসার সুইং অ্যাডসোর্পশন (পিএসএ) প্লান্টের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য...

Read more
চান্দিনায় মধ্যরাতে দুই অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক!

কুমিল্লার চান্দিনায় মধ্যরাতে পর পর দুই অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মাত্র তিন দিনের ব্যবধানে মধ্যরাতেই আরও এক...

Read more
চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি।

কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা'র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা...

Read more
চান্দিনায় ব্রেড এন্ড বাটার বেকারি উদ্বোধন করলেন নায়ক ওমর সানি।

কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী...

Read more
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী!

কুমিল্লার চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top