কুমিল্লার চান্দিনা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০ টায় উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ধেরেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, ধেরেরা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনের চান্দিনা শাখার সাধারণ সম্পাদক কাজী রুবেল, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ধেরেরা উচ্চ বিদ্যালয়, জোয়াগ আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও ধেরেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাসুদ পারভেজ, সদস্য সিনহা রহমান সাইফুল, জিহাদুল ইসলাম রাব্বি ও নয়ন হোসেন।
বিভিন্ন জেলায় কার্যক্রমটি আগামী ৩১ মে পর্যন্ত চলমান থাকবেন বলে জানান সংগঠনটি।