কুমিল্লার চান্দিনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প নারী উদ্যোক্তাদের নিয়ে (২য় পর্যায়) তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ১২ অক্টোবর) সকালে বরকরই ইউনিয়নের কাদুটি উচ্চ বিদ্যালয় মাঠে ও তথ্য আপা জাতীয় সংস্থা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।
সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জেন ডা. মো. নাজমুল হাসান।
কাদুটি উচ্চ বিদ্যালয় শিক্ষক সঞ্জয় ঘোসমীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাদুটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবদুস সাত্তার,নারী নেত্রী মোসা. জানাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন বরকরই ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
উক্ত উঠান বৈঠকের আয়োজক ছিলেন তথ্যসেবা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সুস্মিতা দে, তথ্যসেবা সহকারী ফারহানা কাকলী। উঠান বৈঠকে নারীদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। “শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” স্লোগানের মাধ্যেম নারীদের এগিয়ে যাওয়ার বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক আলোচনা এবং তথ্য প্রদানের মাধ্যমে উঠান বৈঠকটি সম্পন্ন করা হয়।