কুমিল্লার চান্দিনা উপজেলা মাইজখার ইউনিয়নের এ এমএফ উচ্চ বিদ্যালয় পূর্নমিলন অনুষ্ঠান – ২০২৩ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চান্দিনা উপজেলা এ এমএফ উচ্চ বিদ্যালয় মাঠে এবং প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিদ্যালয় প্রতিষ্ঠা সভাপতি হাজী ইউসুফ আলী ভূইয়া সভাপতিত্বে ও মো. জাহিদুল ইসলাম তালুকদার (২০১০ ব্যাচ) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (২০১১ ব্যাচ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, এ এমএফ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন, আলীকামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জাহিদ, হাবীব,তন্নি,সালমা, আরিফ।
এম পি মহোদয়সহ সকল সাবেক শিক্ষক, জমিদাতা সদস্য ও আজীবন দাতা সদস্যদের সম্মামনা স্মারক প্রদান করা হয়।