কুমিল্লার চান্দিনা উপজেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সদস্য সচিব নাছিমা আক্তার এর সঞ্চালনায় এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া।
এ সময় সভায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ চান্দিনা উপজেলা বিভিন্ন ইউনিয়ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।