কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে ইজিপিপি শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ মে) উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে শুহিলপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে ইজিপিপি শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার( পিআইও) দেবেশ চন্দ্র দাস সহআরো অনেকেই।