চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি( পিইডিপি-৪) প্রকল্পের আওতায় কুমিল্লার চান্দিনা উপজেলার পিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ৩ তলা ভবন ফাউন্ডেশন বিশিষ্ট তিন তলা ভবনের ১,১৪,৬৭,৪৩৭, ১১৪ টাকা ব্যয়ে ২০২৩-২০২৪ ইং অর্থ বছর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (৩ মে) বিকালে সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চান্দিনা, কুমিল্লা এর বাস্তবায়ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব, সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, উপসহকারী প্রকৌশলী মো. মহিম উদ্দিন, চান্দিনা পৌরসভার মেয়র সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, ঠিকাদার ওমরাহান ইন্টারন্যাশনাল মেসার্স অনিক এন্টারপ্রাইজ (জেভি) উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।