কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নে কংগাই বাজারে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কংগাই বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে সভায় সর্বজনীন পেনশন স্কিম এর বিভিন্ন সুবিধাসমূহ ও দিক নির্দেশনামূলক প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বক্তাগণ নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত অসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার,স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, বিভিন্ন ওয়ার্ড মেম্বার, সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বজনীন পেনশন উপকার ভোগীগন।এরপর বিভিন্ন পেশার নাগরিকগণ নিজেরা উদ্বুদ্ধ হয়ে স্পট রেজিস্ট্রেশন করেন এবং প্রধান অতিথি কাছ থেকে কার্ড গ্রহণ করেন। আজই রেজিষ্ট্রেশন করুন, ভবিষ্যৎ নিরাপদ রাখুন।