কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ( সিসিবি)কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই হাইস্কুল- মহিলা মাদ্রাসা – সুইসগেট গুরগার বিল সড়ক চেই: – ০০ -১৩৫০ মিটার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য অধ্যাপক ডা প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা কংগাই হাইস্কুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা এর বাস্তবায়নকারী সংস্থা এ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম দর্জি, ঠিকাদার মেসার্স মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, যুবলীগের নেতা বাহারউদ্দিন সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।