কুমিল্লার চান্দিনা উপজেলায় সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন : চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয় চান্দিনা কতৃক পরিচালিত এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয় সহকারী পরিচালক এ, এস,এম, জোবায়েদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় সেমিনার বক্তব্য রাখেন জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাদেক হোসেন, মো. জহিরুল ইসলাম মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবীব ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক, সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়াসহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয় কর্মকর্তা – কর্মচারীগন উপস্থিত ছিলেন।