কুমিল্লার চান্দিনায় ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় ব্রিধান- ৯৫ রোপা আমন ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শণী ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে চান্দিনা পৌরসভার ছায়কোট পশ্চিম পাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন,
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনির আহাম্মদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মনির খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা এডভোকেট মো. মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সুলতান আহাম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বদিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মুন্সি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারওয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুল ইসলাম মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের জিলানী প্রমুখ।