স্মারকলিপিতে জাতীয়করণের দাবির পাশাপাশি সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। এছাড়া তারা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বৈষম্যের বিষয় তুলে ধরে এগুলোর সুষ্ঠু সমাধান চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, আন্দোলনের সমন্বয়ক রানীচড়া মহিলা মাদ্রাসার সুপার মো. মোশারফ হোসেন, মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. আফাজ উদ্দিন, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাদেকুল ইসলাম, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির ভূইয়া।