কুমিল্লার চান্দিনায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্হানের লক্ষে ভিক্ষকদের মাঝে ব্যাটারী চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয় সহকারী পরিচালক এ, এস, এম, জোবায়েদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো. শাহীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, দৈনিক ভোরের কাগজ দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সমাজ সেবা কার্যালয় কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন। পড়ে ভিক্ষুকদের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ করেন।