কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সিএজি)কার্যালয় এর নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের আওতাধীন উপজেলা হিসাবরক্ষণ অফিসার কার্যালয় চান্দিনা এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. আবদুল আলীম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোম্য চৌধুরী,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
এসএএস সুপারিন্টেন্ডেন্ট মো. শাহ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, অডিটর মো. শামীম মিয়া, জুনিয়র অডিটর কাজী সামছুল আলম, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কাউছার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনির আহাম্মদ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,সেবা প্রত্যাশীগন এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নিয়মিত সেবা প্রধানে চলমান কার্যক্রম কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেগুলো হলো : সম্মানিত পেনশনারগণের লাইভ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন এপিপি সম্পর্কে অবহিতিকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ, হেল্পডেস্ক,কল সেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ( প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান, পুন: স্হাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও বিষয়ক সর্বশেষ বিধি – বিধানের আলোকে পরামর্শ প্রদান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রধান, সম্মানিত পেনশনারগনের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগন কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা,নমিনি এন্ট্রি , নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রধান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল ও প্রক্রিয়া অবহিতিকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন- বিল দাখিল, এলপিসি,শিক্ষা ভাতা,ফিক্সেশন,ইএলপিসি,সংক্রান্ ত সেবা, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক – নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ, আইবাস সংক্রান্ত অন্যান্য সেবা সমূহ ইত্যাদি।