“প্রাণিসম্পদ ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা -২০২৪ ( ১৮- ২২ এপ্রিল) উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চান্দিনা এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা এর পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)সৌম্য চৌধুরী, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) সঞ্জয় কুমার সরকার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তানজিলা খন্দকার। মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মো. গোলাম মোস্তফা মজুমদার শামিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া,শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক,সাবেক জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারন) মো. ফখরুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ হুমায়ুন কবির, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. হুমায়ুন কবির, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ, আই) মো. ওমর ফারুখ, (ভি,এফ,এ) পপি সরকার, (এফ, এ এ আই) জীবন কৃষ্ণ দাস, অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আমির হোসাইন ভূঁইয়া, প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলডিডিপি) মো. আব্দুল হান্নান মজুমদার, (সিই এ) কমিউনিটি এক্সটেনশন এজেন্ট প্রণয় চন্দ্র সরকার, প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলডিডিপি) মো. সাইফুল্লাহ আল সাদী,(এমভিসি) ড্রাইভার মো.রবিউল ইসলামসহ প্রাণিস্পদ বিভাগ কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীগন,সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন।
উপজেলা প্রাণিস্পদ কর্মকর্তা ও প্রাণিস্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. তানজিলা খন্দকার এর পরিচালনায় বিনামূল্যে কীট প্রদান, কৃমিনাশক বিতরণ কর্মসূচি, স্কুল ফিটিং কর্মসূচি, কৃষক খামারি প্রশিক্ষণ এবং আগামী ২২- ৪- ২০২৪ সমাপনী অনুষ্ঠান হবে ঘোষণা এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।