আজ ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারি উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন- ‘আমরা নির্বাচন চাই। আমরা কোন অন্ধকারের গলি পেড়িয়ে ক্ষমতায় যেতে চাই না। নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতা করবে। আওয়ামী লীগ নির্বাচিত হবে। এখানে ভয়ের কিছু নেই। জননেত্রী শেখ হাসিনা সব কিছু হারিয়ে এদেশে এসেছেন। জনগণই তাঁর একমাত্র সম্বল।’
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের এ.এম.এফ উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় উপকারভোগী ৭ হাজার পুরুষ-মহিলার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এই সংসদ সদস্য বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ এর কথা উল্লেখ করে বলেন- ‘চান্দিনাতে একটা কুলাঙ্গারের জন্ম হয়েছিল। যার জন্য আমরা বহিঃবিশ্বে এবং জাতীয় পর্যায়ে কোথাও আমরা মুখ দেখাতে পারি না।’ এসময় তিনি খুনি রশিদের ফাঁসির আদেশ কার্যকর করার জন্য সরকার প্রধানের কাছে অনুরোধ করেন।

সভায় মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জেলা পরিষদ সদস্য অধ্যাপক মো. বজলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, মালদ্বীপ আওয়ামী লীগ সভাপতি দুলাল মাতবর, উপজেলা কৃষকলীগ উপদেষ্টা এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, বরকইট ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কামাল উদ্দিন বাবুল, উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন মেম্বার, মো. আবু ইউসুফ, মো. বশির আহমেদ, মো. জাকির হোসেন, ডা. বোরহান উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. জহির মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঈন।

এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, গল্লাই ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, কেরণখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূইয়া, মহিচাইল ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ মাকসুদা আক্তার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী লিটন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর প্রমুখ।

আরো পড়ুন

চান্দিনায় উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর শাখা কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩০ নভেম্বর) চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ...

Read more
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চান্দিনায় স্মরণসভা।

জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে কুমিল্লার চান্দিনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের "ব্যানবেইস...

Read more
চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ।

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর)...

Read more
চান্দিনা বাসস্ট্যান্ডে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনের উভয় পাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে মোটা অংকের টাকা জামানত নিয়ে মাসোয়ারা আদায় করত...

Read more
চান্দিনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

কুমিল্লার চান্দিনায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ভূট্টা ও সরিষার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top