কুমিল্লার চান্দিনায় উপজেলার কেরনখাল ইউনিয়ন ১১ জন দুস্থ ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে উপজেলা ভাইস চেয়ারম্যান এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দও।
উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম দর্জি, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল সহ চান্দিনা উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ১১ জন দুস্থ ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।