“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”।এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার,জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল আমিন, ডেপুটি এরিয়া ইনচার্জ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স চান্দিনা,এ,কে, এম মিজানুর রহমান মজুমদার, সরকারি ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মনিটরিং ইনচার, চান্দিনা, দাউদকান্দি এরিয়া, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামিম হোসেন, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন সোহাগ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়া, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু মুছা জনি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, চান্দিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির লিং সভাপতি মোসা. জান্নাতুল ফেরদৌসসহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্মকর্তা কর্মচারীবৃন্দগন উপস্থিত ছিলেন। এরপর উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।